জীর্ণ মলিন বস্ত্র পরিহিত এক ভিখারী
চৌরাস্তায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে  
বিনম্র স্বরে, করজোড়ে জিজ্ঞাসা “ বাবু এ রাস্তা কোথায় যায়?”
গান্ধী জয়ন্তীর দিন ছিল, সামনের ময়দানে ভাষণ চলছিল
বাতাবরণে বাপুর বানী ভেসে বেড়াচ্ছিল
খুশীর স্বরে সার্জেন্ট বলল “অহিংসার দিকে”
হাতজোড়ে ভিখারির আবার প্রশ্ন - বাবু ও রাস্তাটা ?
সার্জেন্ট বামপন্থী মনোভাবাসম্পন্ন ছিল
ঠাণ্ডা শাঁস নিয়ে বলল “ সমাজতন্ত্রের দিকে”
আর ও দিকের রাস্তাটা বাবু?
সার্জেন্টের কোমল মন পুঁজিতন্ত্রের প্রতি বিরুপ ছিল
ঝাঁঝিয়ে বিরক্তির সুরে বলল “ওই তো পুঁজিবাদের দিকে ”  
আর এ রাস্তাটা বাবু?
নিরতিশয় ক্রুদ্ধ সার্জেন্ট, বাহন থেকে নেমে
ক্রুদ্ধ স্মরে “ জাহান্নুমের দিকে!! যাবি, যতসব”  
এই বুড়ো তোর মতলব কি? কোথাই যাবি?  
নিন্মস্বরে ভিখারির অনুনয় বিনয় “ কোথাও যাব না বাবু”
শহরীকরণের দিনে, এমনই এক চৌরাস্তার ধারে
আমার এক ঝপর ঘর ছিল সেটা হারিয়ে গেছে
কয়েক যুগ অতিক্রান্ত, আজও খুঁজে পাইনি  
দয়া করে যদি ঘরে ফেরার রাস্তাটা বলে দেন!