আকাশ জুড়ে ঘন কালো মেঘ
থেমে থেমে বজ্রপাত আর সৌদামিনির ঝলকানির ত্যাজ
তার চোখ রাঙানিতে ভয়ে ত্রস্ত জগৎ
মুষলধারায় বৃষ্টি এখুনি ঝরবে বুঝি?


ভিজছি অবিরাম মুষল বৃষ্টিধারায়
সমানে ঝরঝর অশ্রু প্রপাত অপলক নয়ন বেয়ে
পাগল ভেবো না, ভিজছি স্বেচ্ছায় এ ভেবেই
যেন কেউ দেখে না ফেলে বিরহের অশ্রুজল।