কোথায় তুমি ?
নয়ন ভরে দেখেছি শেষ কবে মনে পড়ে কি?
উঁচুউচুঁ প্রাচীর দিয়েছ এঁকে
কেন বজ্রকঠিন আটুনি স্বপ্নীল পুরিতে?


প্রেমের নেশায় উন্মুখ ছিলাম তখন
ভাবতেও ভয় লাগে, পথ ভুলে
ঘন কুয়াশায় নোঙর বেঁধেছিলাম
ডুব দিয়েছিলাম,এক অতল সাগরে
বেশ তো, সলিলসমাধিতে সমাপ্তি ঘটেছে।


সামনে শুধু সীমাহীন অন্ধকার আর
বিষণ্নতার অক্টোপাশের কামড়ে ছিন্নভিন্ন মন
রোদেলা দুপুর যেন মধ্যরাত্রি লাগে
মলিন চাদরের মোড়ক নতুন লাগে
সফেদ আর রঙিনের ভেদাভেদ চোখে পড়ে না।


মন আশাহীন দীপশিখা
সমাপ্তি ঘটেছে এক বর্ণাঢ্য ক্ষণের
দিনের শেষে শুকিয়ে আসে চোখের জল
ঠিকমত কাঁদতেও যেন ভুলে গেছি
বিষণ্নতার অক্টোপাশের কামড় তীব্রতর,
মনে শুধু শূন্যতার গহীন অন্ধকার
বড্ড একা লাগে,
দিনের শেষে বড্ড একা লাগে।