সকাল থেকেই মনটি ভেজা ভেজা
মাঝে মাঝেই নয়নাকাশে বৃষ্টি
স্বল্পস্থায়ী ছিল,
কিন্তু থমকে দাঁড়ায় নি কখনই
নিকটে উল্লসিত বাতাস,
স্পর্শে  অবহেলিত আবদার
অজানা আপনতায় কেঁপে ওঠে মন
অস্বাভাবিক কিছু ঘটবে কি?
বড্ড খিদে পেয়েছে!


সেদিনও ঘুম ভাঙতো পাখির কলরবে
ভোরের সূর্য নিয়ে আদিখ্যেতা ছিল
স্বীকৃতিও জুটেছিল অকৃত্রিম ধারায়
কিন্তু অকাল বৃষ্টির বেপরোয়া ঝাপটায়
লন্ডভন্ড প্রথম কদম ফুল!
দোতারা বেয়ে টপ টপ করে ঝরেছিল সুর
নিন্দুকেরা হেসেছিল,
আর হেসেছিল বেচারা মন
হোক না কষ্টের!!