বর্ষাটা একটু তাড়াতাড়িই নামলো
কতো না বিষ জমে ছিল স্তিমিত মনে
ধুয়ে মুছে গেছে সব জলের স্রোতে
মরালের মত অন্ধকার অবিশ্বাসী মনে
দু চোখে শুধু ভীরুতার অভিমান
না আর আত্মহত্যা করা হয়নি!!
বদলে বেছে নিয়েছে অন্তঃকলহ
শব্দেরা নিরিবিলি সাঁতার কাটে
অন্তত: কিছুটা সময় হাতে আছে
জীবনটাকে একটু তোলমোল করা যাক
পুষ্ট নরম চোখের চাউনিতে অনেকগুলো গল্প
রাত জাগা চোখে সাতরাঙা রামধনু
যন্ত্রণার মৃত্যু ঘটেছে বহু আগেই
বেঁচে আছে শুধু প্রতিদিনের স্বার্থপরতা,
ঘৃণা, কোন্দল আর কলহের গাথা!
অন্তরের প্রতিধ্বনিতে জরি-মাখা প্রতিমা
হেঁটে যায় পাঁশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত
পাশেই সভ্য সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ
তবুও মন সভ্যতা থেকে বহু দূরে......