সবেমাত্র শেষ হয়েছে মগরিবের আযান,
মন্দিরের ঘন্টাটিও বেজে উঠলো সুরে সুরে
সন্ধ্যার ঘাড়ে বিষাক্ত রাতের নিঃশ্বাস
আগমন কি শিয়রে উদাসীর বাদল?


সামনের খালি বারান্দায়
হঠাৎ করেই কিছু অপরিচিতের সমাগম
উৎফুল্ল মন,
কিছু কথা বলতে চাই আর কিছু শুনতে।
দেখাই যাক না কে কি বলে?
নতুন কি শোনায়!!


তন্ময় হয়ে শুনি নতুন নতুন কথাগুলো
উৎফুল্ল মন আরও যে শুনতে চাই
উদাসীর বাদল ক্রমেই পাতলা হয়ে যায়
ফুরফুরে মেজাজ, রঙিন মন
গেয়ে ওঠে এক নতুন গান
হাঁ, অনেক শ্রাবণ ঝরে গেছে অকালে
বহেনি নতুন স্রোত, বাজেনি কোনও সুর।


অজান্তেই কেটে গেছে অনেকখানি সময়
হঠাৎ করে সদর দরজায় মৃদু আহাট
ছ্যাৎ করে ওঠে বুকের ভেতর
আজনবি কি চলে যায় চুপিচুপি নীরবে?


শূন্য মন,একাকী পুনরায়
কিছু পূর্বেই ছিল খুশিতে পরিপূর্ণ
ছিল জীবনে সম্পূর্ণ ভিন্ন স্বাদ,
ক্ষণিকের জন্য তৃপ্ত হয়তো পিপাসিতও।
ক্রমশঃ ঘনিয়ে আসে সাঁজের আকাশ,
আর উদাসীর বাদলও।