অবশেষে চলচ্চিত্রের রিল শেষ হয়েছে
কিছুক্ষণ ধরে গোলাকার যন্ত্রটি
বন বন করে ঘুরে আপাতত শান্ত।
নিমেষেই স্তব্ধতা গ্রাস করবে
প্রেক্ষাগৃহের আনাচে কানাচে।
আগামীর ভরসা করে লাভ নেই
অন্তিমলগ্নে বাতিটি যদি জ্বলে উঠে নিজে থেকেই
বন্ধ করার হয়তো আর প্রয়োজন হবে না।
মলিন পর্দাগুলোর জন্য মন খারাপ করবে
হয়তো আর কোনও দিনই দেখবে না
রঙ্গমঞ্চের রঙিন আলো।
বিরামকালে দেখা যাবে না ফুচকাওলার ব্যস্ততা।


পথের বাঁকে বাঁকে
আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে..
যে বন্ধন ছিল সেটি যে আজ ছিন্ন হল....
শুরু থেকে শূন্য পর্যন্ত.....,
তবুও যমুনা তটে বাজবে কৃষ্ণের বাঁশি
তবুও বইবে বাতাস!
চলবে শ্বাস প্রশ্বাস!
এভাবেই বেঁচে থাকবে।


ভালো থেকো.......