রিক্ত হাতে ফিরেছি
হাতে ছিল একটি ভাঙা বোতাম
কি রঙের ছিল ঠিক মনে পড়ে না
পাশে ছিল ফ্রেমভাঙা বিবর্ণ হলদেটে ফটোখানি
অস্পষ্ট! যেন বোরখার আড়ালে লুকিয়ে শৈশবের হারানো স্বপ্ন
মালভূমির মাটিতে মিশেছে
জুতোর তলের জমা ভুসাকালি
কিন্তু রঙ এখনও লাল
আবেগের প্রলম্বিত ফোঁটা
বেয়ে যায় শিরদাঁড়া বরাবর
ধুসর প্রান্তে চকচক করে অসংখ্য মোতি
ভৌত পরিবর্তন অবশ্যম্ভাবী অন্তঃস্থলের ঠিকানায়
হাজার বছরের আঁকড়ে ধরা বুড়োআঙুল  
শিথিল হচ্ছে ভাগ্যের যোগফলে  
মাঝে মাঝে হাততালির গুঞ্জন ওঠে
ভাবনার আয়নাতে,  
হাঁটাটা ঠিক সঠিক দিশাতেই চলছে।