আকাশ তুমি মেঘলা এমন, কি হয়েছে?
মন খারাপের মেঘ জমেছে?
বিষাদ ভরা জলদ বুঝি
তোমার বুকে মুখ গুঁজেছে?


গুরু গম্ভীর বিষাদ বাণী
বজ্রালোকের চোখ রাঙানি
পিণাক যেমন প্রলয় নাচে
রুদ্র রূপে আঘাত হানি


নিকষ কেন হলে এমন?
কৃষ্ণপক্ষে কালো যেমন
স্বজন হারা প্রাণের ভিতর
গহন সুরে বাজে ইমন


তোমার প্রসার দিক পারাপার
সৌম্য শুভ্র শান্ত অপার
অরূপ রুপের কৃষ্ণ স্বরূপ
কি সাজে আজ করছ বিহার ?


মন মলিনের ধারা যেমন
বৃষ্টি হয়ে ঝরবে তেমন?
ধুইয়ে দেবে আমার মনের
বিষণ্ণতার ভীষন কারণ?