সরীসৃপ, সে এক আজব জীব!
শীতল স্পর্শ, অনেকটাই মৃত্যুর মতো
কখনো হিংস্র চূড়ান্ত -
কখনো অসার নির্জীব।


তীক্ষ্ণ অনুভূতি আর তীব্র ঘ্রাণে,
জীবনের আকুল প্রকাশ -
                 মেরুদণ্ডহীন প্রাণে।


সূক্ষ্ণ জীবন, শীত ঘুমের ক্লান্ত মনন !
নিশ্বাস মন্দ গতি, যেন মৃত্যুর হাতছানি
নীল রক্তের বিষাক্ত ধমনী -
বেঁচে থাকার বিচিত্র ধরণ।


অকিন্চিত আয়ুরেখা আর বিপদ রাশি রাশি,
বুকে হেঁটে বেঁচে থাকা -
                          মাটির কাছাকাছি।


শিরদাঁড়াহীন, নয় তেমন মানব জাতি!
উত্তাল বিস্তার, প্রাণের পূর্ণ সঞ্চালন
তবে কেন অন্যায়ে করি সমর্পণ -
বেঁচে আছে সরীসৃপ-ভাতি?