আগামী, তুমি কেমন দেখতে?
ভয়াবহ? নাকি নির্ভয় প্রাণ প্রবাহ?


অন্ধকারে ক্লান্ত জীবন,
           প্রাণ পাবে কি তোমায় দেখে?
হে জ্যোতির্ময় দিলে দর্শন,
           মুক্ত হবো কি তোমার আলোকে?


আগামী, কেমন তোমার স্পর্শ?
বজ্র-কঠোর? নাকি মায়ের কোমল আদর?


বিশল্যকরণী মহাষৌধি,
          তোমার গর্ভে  আছে কি সুপ্ত ?
বর্তমানের অকাল ব্যাধি,
          তোমার পরশে হবে কি লুপ্ত?


আগামী, কেমন তোমার বাণী?
বার্ধক্য-বিলাপ? নাকি যৌবনের উত্তাল আলাপ?


সন্ত্রাস ক্লিষ্ট মৃত্যুর ধ্বনি,
      শুনতে কি পাও এই আকুলতা ?
হে সুধাময় তব আগমনী,
      ধ্বনিবে কি মনে অমৃত বার্তা ?


আগামী, কেমন তোমার গতি?
জর্জর- মন্থর? নাকি কালবৈশাখীর দুর্বার ঝড়?


ধর্মের নামে প্রাণ হানা হানি,
             রক্তধারা কি বইবে নীরবে? 
ধূমকেতু সম আস যদি তুমি,
             এ মত্ততা চূর্ণ কি হবে?


আগামী, কেমন তোমার শব্দ?
বিকট-বিস্ফোরণ? নাকি শিশুর বুলি যেমন?


বিস্ফোরণ আর বোমারু বিমানে
                দেখতে কি পাও বিপন্ন শৈশব?
হে শুভাগম তব আগমনে
                 শান্ত কি হবে মত্ত কলরব?


আগামী, তোমায় দেখতে পাব কি আমি?
এ জনমে? নাকি শুধুই স্বপ্ন হবে এ দুই নয়নে?