ছোট বড়ো বাঁধা - আর জটিল সব ধাঁধা
বেশ কেমন করে টপকে গেছি
টলমল পায়ে - ধীর দ্রুত লয়ে
                     এই দেখো কেমন হাঁটতে শিখেছি!


আকাশ ছোঁয়ার নেশায়, ভুলে মাটির গন্ধ
সম্পর্কের দুয়ার গুলো কখন হলো বন্ধ
                   সব স্মৃতি গুলো কেমন ভুলতে শিখেছি!


বড়ো হবো বলে - ছোটদের ভুলে
আত্ম অহংকারে শুধু  বড়ো হয়ে গেছি
নিয়ে নিচু মন - মিথ্যে আভরণ
                  এই দেখো কেমন  বাড়তে শিখেছি!


দিগ্বিজয়ের আশায়, হলেম দিকভ্রান্ত
ভালোবাসার আগুন নিভে কখন হলো শান্ত
               সব চেপে রাখার কেমন অভিনয় শিখেছি!


বন্ধু সহচর -  পুরোনো বাড়ি ঘর
বেশ কেমন করে ভুলতে পেরেছি
নীরব আঁখি জলে - ভণিতা আর ছলে
                   এই দেখো কেমন হাসতে শিখেছি!


স্বপ্নের পিছু পিছু, দৌড় শুধু দৌড়
কখন যে আমার রাত হলো ভোর
                     সব পিছু ফেলে কেমন বাঁচতে শিখেছি!