জীবনের দৃঢ় আশা শান্তির জীবন,
লক্ষ্যহীন  মানবের  প্রত্যহ মরন;
বড়  হবে এ জীবনে  দৃঢ়  চিত্ত সদা,
তবে কেন প্রচেষ্টাতে অবহেলা ছেঁদা ?


পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠিত যারা,-
সময়ের মুল্যয়ন ছাড়েনিতো তাঁরা;
নাম  যদি চাও  লেখ  প্রতিষ্ঠিত জনে,
স্থির লক্ষ্যে চলো ধেয়ে একনিষ্ঠ মনে ।


একাগ্রতা ইচ্ছা-শক্তি বলীয়ান হলে,
সকল বিপত্তি বাঁধা পড়ে যাবে জলে;
মনের প্রবল  বেগ দিতে  পারে এনে-
অভীষ্ট জীবন দ্বারে লক্ষ্যের সোপানে ।


কত শ্রম, কত ধৈর্য  ক্ষয়ে  অবশেষে,
নিবিষ্ট শৈল্পিক রূপে আরোহণ শীর্ষে;
দুর্গম  পাহাড়-মরু   জীবনের অঙ্গ,
প্রতিবন্ধকতা ঠেলে বাঁধা করো সঙ্গ ।


নিদ্রাবেশ ভঙ্গ করে উঠে পর জেগে,
অকালে অন্যথা হয় অলসের ভাগে;
জীবনের  বড়  বাঁধা  প্রেমাসক্তি রোগ,
আবেগে আপ্লুত জন দুঃখ করে ভোগ ।


কষ্টাঞ্জয়ী, দুঃখজয়ী  পৃথিবীর বীর,
সীমাহীন কষ্ট শেষে উঁচু করে শির;
তাই  যদি হতে  চাও মহান মানব-
কল্যাণ ব্রতে খাটাও অন্তঃস্থ দানব ।।