অভাব অভাব আর অভাব....


অস্থিরতার মোহ মায়াজালে আর
বেদনার মহাপ্লাবনে যখন চিত্ত
আপন দিশা হারিয়ে
হয়ে পড়েছে উন্মাদ উন্মত্ত...


জীবনের এমনি এক অশুভ লগ্নে
দুস্বপ্নের আতুরনিবাস  
অভাব-
যেন সহস্র দিক থেকে ঘিরে ধরেছে...
আর নিস্তার নেই....
এখন যেন একটুখানি স্বস্তির ও
বড্ড অভাব...


অভাব অভাব আর অভাব...


তবে এই অভাব শুধুমাত্র অর্থাভাবই নয়...
স্নেহের অভাব...
ভালবাসার অভাব...
মিত্রের অভাব...
শান্তির অভাব...
সুখের অভাব...
সুসংগের বিরাট অভাব...


অভাব অভাব আর অভাব...


পৃথিবীতে যেন কেউ কারো নয়-
সহানুভূতির দিন এখন অতীত,
সবাই নিজেকে সাজাতে ব্যস্ত...
রুদ্ধশ্বাস, অস্থিরতা ক্রমবর্ধমান-
মুক্তির উপায়ের খুবই অভাব...
সামান্য মনের ব্যথা,আবেগ প্রকাশের
মানুষেরও বিরাট অভাব...


অভাব অভাব আর অভাব...


লোক দেখানো হাসি, আনন্দ, আর আভিজাত্য  প্রকাশ করে করে
হৃদয় আজ ভারাক্রান্ত,
বড়ই ক্লান্ত--
ইতিবাচক সব কিছুরই মারাত্মক অভাব-
জানি না এ অভাব মোচন যোগ্য কিনা...


সব মিলিয়ে আজ বলতে একদমই
লজ্জা নেই---
আমি যেন এক চিরন্তন অভাবী ...।।
      


অভাব অভাব আর অভাব....


অস্থিরতার মোহ মায়াজালে আর
বেদনার মহাপ্লাবনে যখন চিত্ত
আপন দিশা হারিয়ে
হয়ে পড়েছে উন্মাদ উন্মত্ত...


জীবনের এমনি এক অশুভ লগ্নে
দুস্বপ্নের আতুরনিবাস  
অভাব-
যেন সহস্র দিক থেকে ঘিরে ধরেছে...
আর নিস্তার নেই....
এখন যেন একটুখানি স্বস্তির ও
বড্ড অভাব...


অভাব অভাব আর অভাব...


তবে এই অভাব শুধুমাত্র অর্থাভাবই নয়...
স্নেহের অভাব...
ভালবাসার অভাব...
মিত্রের অভাব...
শান্তির অভাব...
সুখের অভাব...
সুসংগের বিরাট অভাব...


অভাব অভাব আর অভাব...


পৃথিবীতে যেন কেউ কারো নয়-
সহানুভূতির দিন এখন অতীত,
সবাই নিজেকে সাজাতে ব্যস্ত...
রুদ্ধশ্বাস, অস্থিরতা ক্রমবর্ধমান-
মুক্তির উপায়ের খুবই অভাব...
সামান্য মনের ব্যথা,আবেগ প্রকাশের
মানুষেরও বিরাট অভাব...


অভাব অভাব আর অভাব...


লোক দেখানো হাসি, আনন্দ, আর আভিজাত্য  প্রকাশ করে করে
হৃদয় আজ ভারাক্রান্ত,
বড়ই ক্লান্ত--
ইতিবাচক সব কিছুরই মারাত্মক অভাব-
জানি না এ অভাব মোচন যোগ্য কিনা...


সব মিলিয়ে আজ বলতে একদমই
লজ্জা নেই---
আমি যেন এক চিরন্তন অভাবী ...।।