এ কালের ধন্যি মেয়েরা,
কেউ কেউ যুবা, কেউবা বালিকা-
সিনেমায় হিরোদের দেখে
নিজেদের হিরোইন ভাবে,
প্রেমহীন সিনেমা নেই বলে
প্রেমটাকে খুব সহজেই আয়ত্ত করতে শেখে,
অত্যাধুনিক নারী বলে কথা !


ভ্রমনাভিলাষে পথে প্রান্তরে-
সুদর্শনের দর্শন একবার পেলে-
আর কোন কথা নেই
পড়ে যায় প্রেমে।।
কয়েকদিন বেশ ভালই চলে
মিসকল দিলে আর বিলম্ব নয়
সাথে সাথে ফোন আসে,
মনের কথার বিনিময়-
তোমাকে না পেলে
জীবন দেব নিঃশেষে ।
গভীর নিশীথে যন্ত্রাংশ কানে
ফিস ফিস করে
কতশত কথা,
নিজেকে দেয় বিলিয়ে
কল্পনায় দুটি প্রাণ মুহূর্তে যায়-
একাকার হয়ে,
হাজারো ঘনিষ্ঠ বার্তার আদান প্রদানে।


কত হাজারো ঢপ মেরে
বেড়িয়েছি ,
তোমার সনে অপরাহ্নে ফুচকা খাব,আইস্ক্রিম…
খালি মুখে ঘুরবো…???
তুমিনা…সত্যি…।
ভেবেছিলাম তোমার সাথে
শীতল হাওয়াতে গঙ্গার ধারে বসে
নিভৃতে গল্প করব আপন মনে-
আর তার পরে সায়াহ্নে কোন রেস্টুরেন্টে
মটন-কষা, ফ্রাইড রাইস আর
কফি হাউসে মুখোমুখি বসি
গ্রেভি আর কোল্ড কফি…।


নিশীথে
প্রতিটি ক্ষণান্তরে, তুমি আর ওই সবই
ভাবি একা শুয়ে
ভোর রাতে
সত্যি হয়ে যায় নাকি সব স্বপ্ন কল্পনা
আর ওই সময় ভাবি কি জান…???
তুমি চাকরি পেয়েছ মস্ত বড় !
তোমার কত টাকা…!
শাহজাহানকে ছাড়াবে তোমার প্রস্তুত
অট্টালিকা !
অষ্টম আশ্চর্য হবে আমার নামে…!!!


প্রভাতে
সকল স্বপ্ন সত্যিই যেন হয় সত্যি,
এই কথাই তো বসে ভাবি
গ্রীষ্মের উষ্ণতা ছাপিয়ে তোমার
উষ্ণতাই যেন অনুভব করি-
প্রতিটি দ্বিপ্রহরে।


মাত্র কয়েক সপ্তাহ বাদে
হঠাৎ দৃশ্যমান অন্য এক সুপুরুষের সাথে
হাত রাখা হাতে;
জিজ্ঞাসিলে কেমন আছো…???
হ্যাঁ …দাদা ভাল…
তুমি ভালো তো…???
পরিচয় করিয়ে দেই
এই আমার বয়ফ্রেন্ড-
একমাত্র…!!!
পুলিশের বেশ ভালো একটা পদে ও আছে।
আর তুমি…???
এখনও বেকার…???
আগের চাকরীটা ও চলে গেছে
তাই নাকি দাদা…???
দুঃখ করোনা-
ওকে বলে একটা…
না বোন দুঃখ কিসের…???
আমি তো এখন আর
সাধারন লোক নই-
সি বি আই তে কাজ করছি…
কি বললে তুমি…???
কি বললে তুমি…???
তা...আই...না...কি...
প্রিয়তম !!!