জীবন প্রারম্ভক্ষণে যেই সুরে কান্না,
মন ভাষা প্রকাশের একমাত্র পন্থা;
অর্জিত হয় আপন গৃহে প্রতিদিনে,
ব্যর্থ প্রয়াস সকল মাতৃভাষা হীনে ।


সেই ভাষা নেবে কেড়ে বাহুবল জোড়ে ?
দেহস্থ বিন্দু রক্ত ও ধ্বংসবানে ঝড়ে;
ভাল-মন্দ যাই হোক স্বীয় মাতৃভাষা-
প্রতিটি জীবের কাছে আত্মতুষ্টি আশা।


ভাষার তরে নিঃশেষে প্রান দিয়ে ঢেলে,
শহীদ হয়ে জাতির চিত্তে আছে মিলে;
মাতৃভাষা বিদ্বেষীকে কভু কোনদিন-
দেয়নি অগ্রাধিকার কোন শক্তিহীন ।


শৈশবে খেলার ছলে অল্প অল্প শেখা,
আবেগ বহিঃপ্রকাশে সেই সর্ব আশা;
বহু ভাষা হয় শেখা জীবন সংগ্রামে,
এমন মধুর ভাষা তুল্য কার সনে ?


বিজ্ঞানী,দার্শনিক ও কবি সাহিত্যিক-
সবার লেখনী মাঝে সে-ই সর্বাধিক;
মনের গভীর কিছু একান্ত প্রত্যাশা,
প্রকাশ করার ভাষা শুধু মাতৃভাষা ।


প্রানের সঞ্চার যবে দেহ অন্ত-বনে,
ভালবাসা আশা দিয়ে রাখে সবে মনে;
আশার খনি মনের একমাত্র ভাষা-
সেই তো সবার প্রিয় স্বীয় মাতৃভাষা ।।