বিনিদ্র  রজনী  প্রতীক্ষিত   একটা  ফোনের,
কেমন  মানুষ  তুমি…???   কীরূপ  মনের…???
ইচ্ছা  অনিচ্ছা  সেসব  আসে  বহু  পরে,
এমন  অবচেতন  হলে  বা   কি করে…???


সারা  রাত  ধরে  ফোন  হাতে  নিয়ে  বসে,
ঠিক  ভেবে   গেছি  আমি  ভুল  অঙ্ক  কষে,
নিষ্ঠুর   এত  মানুষ   ছিল   তা  অজ্ঞাত,
তোমার  পরশে  আজ  হয়ে  গেল  জ্ঞাত ।


এই  ইচ্ছে  তবে  তুমি  হলে  আজ  জয়ী,
হেরে  গেছি  নেই কষ্ট   আমি  কষ্টাঞ্জয়ী ;
শুধু  মনে  রেখ  বলে  যাচ্ছি  অকপটে,
বাঁধবই  মোর  তরী  তোমা  মরু-তটে ।


মনের  সিক্ত  সলিলে  বানিয়ে  তটিনী,
মাঝি  হয়ে  দেব  পাড়ি    সহস্র  রজনী;
  কান্তার  মরুকে  আমি   বানাব  কোমল,-
ভেবনাকো  আরণ্যক খোঁজ  মন-তল ।


আমি  রব  তোমা  মনে  রক্ত  বিন্দু হয়ে,
পৈশাচিক  শক্তি  সব  যাবে  ধুয়ে  ক্ষয়ে ;
এরপরে ও কি  তুমি হবে  হে নির্দয় …???  
তবে তোমার নিশ্চিত  শুদ্ধ বুদ্ধি ক্ষয় ।

না পাই তোমায় নেই কোন ক্ষতি তাতে,
আমার  মনের  ভাষা  দিয়েছি  যে  গেঁথে ;
একদিন  ভুল  বুঝে  ফিরে আস যদি…
সেদিন  হয়ত  আমি  প্রবাহিত   নদী ।।