জগদ্বিখ্যাত মহান রক্ষক বাহিনী,
দেশ ও দশের সর্ব দুষ্টপ্রান ত্রানী;
নেতা মহানেতা ওরা এক এক জনা,
সুযোগ সন্ধানী শান্ত বুদ্ধিমান হানা ।


অর্থালোভী নহে মোটে চেনে শুধু টাকা,
আহরিত জ্ঞানবোধ কড়িহীন ফাঁকা;
পিয়াস মেটাতে সদা সুদৃঢ় প্রতিজ্ঞ,
শক্তি অপব্যবহারে নহে অনবিজ্ঞ ।


জীবন ধারন তরে হয়ে দিশাহীন,
অন্বেষণ পুঁজি লাগি, সারা রাতদিন;
দুঃখীর ছিন্ন পকেটে ভয়ার্ত দুর্ভিক্ষে-
ওদের পলান্নটুকু রেখেছেন ভিক্ষে ।


আত্মসাৎ সুকৌশলে করার মানসে,
অন্তর্হিত দ্বিধাহীনে উলঙ্গ সাহসে;
পারলে ঢুকাতে জেলে একবার তরে,
বন্ধন কৌশল যেন জানে জন্ম-বরে ।


মুখোশ খোলা প্রতিজ্ঞা ? ঠুলির বাহিরে-
কেমনে সম্ভভ হিংস্র পশুদের ভিড়ে ?
অক্ষম খণ্ড-বিদ্রোহ আদিকাল ধরে,-
প্রতিষ্ঠিতে স্বাধীনতা পুরো দেশ জুড়ে ।


পৃষ্ঠ স্পর্শিত দেয়াল হেন আশুক্ষণে,
ধ্বংসবানে জাগ সবে দুষ্টের দমনে;
অন্যথায় বক্ষে ছুরি স্বীয় হস্তে মেরে,-
মৃত্যুকে করে বরণ মর ধুকে ধুকে ।।