বুদ্ধির বিকাশ ঘটে কৈশোরের অন্তে,
মানব-মানবী মন তৈরি হয় যন্ত্রে ;
ভাললাগা শুরু হয় এমনি সময়ে-
সৌন্দর্যের মোহে আর প্রাপ্তি অভিপ্রায়ে।


আকর্ষণ ঘন হয় মেলামেশা করে,
অফুরন্ত স্বপ্নে মন ডুবে ডুবে মরে;
কাছে পেতে ভাললাগে মন আশাময়-
সর্ব শক্তি কার্যকরী করব-ই জয়।


অধিক শতাংশ মিলে দুটি হিয়া বাঁধে,
দুজন-দুজনে নেয় দ্বায়ভার কাঁধে;
এক পলক না দেখা যেন বিষময়-
চোখের আড়াল হলে চিত্ত ব্যথাময়।


বহুদিন বহুক্ষণ পাশাপাশি থেকে,
হৃদয়ে-হৃদয় মিলে গর্জে ওঠে ডেকে;
সীমাহীন সেই শক্তি শক্ত অতি ভাঁজ-
এ বন্ধন ছিন্ন করা সোজা নহে কাজ।


মনেতে-মনের মিলে তৈরি ভালবাসা,
হৃদয়ের স্পন্দনের বোঝে সর্ব ভাষা;
এ কালের ভালবাসা প্রেম মোটে নয়-
যৌনতার অতি চাপে প্রেম হল ক্ষয়।


চুমা- চুমি, রাত্রি-চুরি দেহরস ক্ষয়,
অত্যাধুনিক প্রেমের এই ধ্বনি জয়;
ভালবাসা শুরু হয়, শেষ কভু নয়-
আধুনিক ভালবাসা দু’মিনিটে ক্ষয়।।