সোনার বঙ্গেতে মোরা করি বসবাস,
সোনার ফসল ফলে কৃষকের চাষ;
সোনার দেশেতে সব সোনার তরুন,
সোনার মাটিতে দেয় আলোক অরুন।


সোনার জন্মভুমিতে জন্মেছে জ্ঞানীরা,
সোনার মানুষ হতে সকলে মরিয়া;
সোনার আলোতে প্রাতে নয়ন খুলিয়া-
সোনার জগৎ দেখি এইতো চাহিদা।


সোনার নিদ্রায় শুয়ে সোনার স্বপনে,
সোনার ছবি চলেছি এঁকে প্রতিক্ষণে;
সোনার ভবিষ্যৎ কে আপন প্রয়াসে,
সোনার জীবন গড়ি এ হেন মানসে।


সোনার নদীর ধারে কাশবন দোলে,
সোনার অরন্যে মৃগ মাছ-ভরা জলে;
সোনার প্রভাতে গাই প্রভাতের গান,
সোনার রোদ্দুরে হেথা মেঘ অবসান ।


সোনার আকাশে রাতে চাঁদ মামা জাগে,
সোনার হাওয়া পেয়ে প্রাণ ওঠে জেগে;
সোনার পুকুরে স্বর্ণ হংসের সাঁতার,
সোনার মেঠো রাস্তায় ধুলোর আঁধার।


সোনার ভুবনে থেকে ইতিহাস গড়ে,
সোনার মানিক সবে মহাকষ্টে মরে;
সোনার ভুবনে যারা হীনতায় ভোগে-
সোনার রতন তাঁরা সোনা নাহি চেনে ।।