তোমার সাথে
এতদিন বাদে বাদে কথা হলেও
কখনও একবারের জন্য ও
মনে হয়নি…
তুমি অন্য কারো,-  
তবে তোমার আজকের এই সত্য কথায়
আমি পুরো নির্বাক হয়ে গেছি।


আমি এত সমস্যার মধ্যে দিন কাটিয়েছি
হয়ত তোমায় কষ্ট দিয়েছি কিন্তু
অন্য কোন মেয়েকে
মন দিয়ে দেইনি,
আসলে আমার ধারণাটাই ভুল ছিল যে
সবকিছু ঠিক হয়ে যাবে একদিন ।


একবারের জন্য ও ভাবিনি যে
এই ক্ষুদ্র অবসরে
তোমার মনের মধ্যে অন্য কাউকে
দিয়ে দিয়েছ আমার প্রাপ্ত আসন,
আর তাঁর জন্যই কি আমার প্রতি এত বিরক্তির ছাপ ?
যে আমি ভাবতাম হয়ত
আমার দোষেই তোমার ভালবাসা দূষিত।


একটা সুদিনের অপেক্ষায় ছিলাম যেদিন
সবকিছু ঠিক হয়ে যেত,
ইচ্ছে ছিল-  যাইহোক তোমায়
বিয়ে করব অবশেষে,
আসলে আমি-ই ভুল ওরাই ঠিক বলে
নারী সনাক্তকরণ এতটা ও
সহজসাধ্য নয়।


কোন প্রবল ভালবাসার বন্ধনে আবদ্ধ
কোন সত্যিকারের প্রেম
শিথিল হলে ও
পুনরপ্রাপ্তি ঘটা কিছু অস্বাভাবিক নয়,
কিন্তু তাঁর জন্য মনের ভালবাসার ঐকান্তিক বল ও
প্রবল হওয়া চাই।


তোমার কথায় আজ প্রমাণ হল যে
নারীর কিছু না কিছু
চাই-ই চাই তাতে মনের প্রকৃত সুখের
খোরাক মিলুক আর নাইবা
বাহ্য দর্শনের মেলবন্ধন ।


তবু মন একবার ও বলেনা তুমি অন্য কাউকে নিয়ে
খুব একটা সুখী হবে,
কারন একবার কাউকে সবকিছু
সমর্পণের  পরে আর কি কোনদিন
নতুন কিছুর মাঝে কি
সেই প্রকৃত সুখ ভোগ আদৌ সম্ভব ?


তোমায় বিয়ে করবো আগে কোনদিন ও বলিনি
আর একবার যখন বলেছি- আজকে,
তবে সে যেকোনো মুহূর্তে চাই-
পরের কোন এক জন্মে ও যদি পাই,
যদি না তুমি অন্য কারো
হয়ে  যাও।
যদি অন্য কারো হয়ে যাও
তবে জানি না আমার সেদিন কি হবে-
তবু দূর হতে
বিধাতার কাছে প্রার্থনা করে যাব
তুমি ভালো থাক,
তুমি ভালো থাক,
তাঁর পরে মরে ও সুখ।
তবে মনে রেখ কেবল একজন ছিল
যে তোমায় পাগলের মত
ভালবাসত।


আমার বার্থতা তোমাকে বোঝাতে পারিনি
কতটা প্রিয় ছিলে আমার,
আর এখন জীবনটা যেন পুরো
রসহীন হয়ে গেছে।
আমি যদি সত্যি সত্যি মরে যাই
তবে আমায় ভুলে যেও না,
ছেলের নাম রেখ স্নেহাশিস আর মেয়ে হলে সুনয়না,
ওর মাঝে ই আমায় খুঁজে পাবে....

তোমার সর্বাঙ্গীণ মঙ্গল কামনায়-
জীবন্ত লাশ…