দুর্বিষহ  কষ্টার্জিত  দিবস  যাপন,
সেহেরী ও ইফতারে বিষাদ হরণ;
পুন্যবান  মুসলিম  সব  রোজা রাখে,
ক্ষুধার অসীম জ্বালা দেহে সদা মাখে ।


সব মিলে মাঝ রাতে  মাস ধরে জাগা,
মজা করে মিলে মিশে সুখ-দুঃখ ভাগা;
অনেক  কষ্টের দিন  মন  নহে হীন,
বহু দুঃখ অবসানে আসে সুখ  দিন ।


সবার  মনেতে বাঁধে  সীমাহীন আশা,  
রমজান রোজা  শেষে তবে ঈদ আসা;
যেদিন দেখবে ওই আকাশেতে চাঁদ,
পরের দিনই খুশি  নাহি  মানে  বাঁধ ।


বীনের  মধুর  সুরে  আসে  খুশি ঈদ,
জীবন খুশিতে ভাসে পোশাকের জিদ;
ঈদগাহে ভিড় জমে লোক ঠাসা ঠাসা,
আনন্দ অবগাহনে  ভোলে সবে ভাষা ।


আত্মীয়-স্বজন  আর  প্রিয়জন   মিলে,-
কেটে যেতে থাকে দিন বিনোদন হিলে;
আত্মীয়-অনাত্মীয়ের ভেদাভেদ ভোলে,
হিংসা-দ্বেষ  দণ্ডাঘাত  পরস্পরে  ঠেলে ।


খোদার উদ্দেশ্যে দৃঢ় আকুতি বিনীত,
আধ্যাত্মিক  গভীরতা  তাৎপর্য মণ্ডিত;
আল্লাহ্‌র  শ্রদ্ধা  তরে  নিবেদিত  প্রাণ,-
সর্ব  মুসলিম   মনে    দুঃখ  পরিত্রান ।।