কেমন মুক্তা তুই…???


খোলস ছেড়ে বেড়িয়েছিস-তা ঠিক তবে
প্রকাশ পেল কোথায় ?
কিশোর মনকে দূর দূর করে তাড়িয়ে
বুড়ি বানিয়ে আরও কঠিন প্রস্তরসম করে
মিত্রতা অগ্রাহ্য- এ কেমন—
বেড়ে ওঠা ?


কেমন মুক্তা তুই…???


যেন নিদ্রা কাটেনি আজও-
জাগরণের প্রয়াস ও নেই এততুকু
নিস্তেজ ,নিঃসাড় যেন মনে হয়
রক্তমাংসহীন কঙ্কালসার দেহ মাত্র
মুচকি হাসির মিথ্যাচার
নাকি ক্ষীণ সৌন্দর্যের দম্ভ ?


কেমন মুক্তা তুই…???


ভাবখানা এমন যেন অতি সচেতন, মহাবিজ্ঞ
জ্ঞানের ছড়াছড়ি দেহের পরতে পরতে-
তবে মৈত্রীর ক্ষেত্রে এমন অবচেতন মনভাব কেন ?
অবজ্ঞার তো একটা সীমাবদ্ধতা থাকা চাই
সেইটুকু জ্ঞানের তো প্রকাশ
মেলেনি আজও—


কেমন মুক্তা তুই…???
পাঁচ বছরেও অগলিত সেই বরফ-
অসহযোগীতায়  কি করে কেউ পারে-
ক্ষণ  প্রয়াসে আপন চেষ্টায় নিরলস শ্রমে
গলিয়ে শান্ত-শীতল জলের
আবেগের স্রোত ধারা রূপে-
বহাতে আপন হৃদয় নদে ?


কেমন মুক্তা তুই…???


কখনও গুরু গম্ভীর কখনও বা
চরম চপলা তবু ও যেন
কোথাও একটা কমতি যেন ঘাটতি-
নাকি কোন ভীতি কাজ করে মন গহীনে
হয়ত কোন পুরানো কোন চাপা কষ্টের
পুনরাবৃত্তি না ঘটানোর অভিলাষ ।


কেমন মুক্তা তুই…???


যদি আলোক নাই ছড়ালি-
যদি গলার মালায়, হাতের আংটিতে
নাই পেলি স্থান তবে
বোধহয় ওই ঝিনুকের মাঝেই নিরন্তর
চির নিদ্রায় বন্দিনী থাকাই-
তোর জন্য ছিল শ্রেয় ।


কেমন মুক্তা তুই…???


একরাশ পছন্দ, অপছন্দ নয়
একটা সুযোগ,  দিয়ে দেখ অবজ্ঞাকে ঠেলে বহুদুরে-
পুরানো সব ক্ষত মুছিয়ে
পূর্বাশার সোনালী আলোয় তোকে
দেখাব নতুন দিবসের দিশা-
দেখবি ছন্দপূর্ণ জীবনের নব সজ্জায়—
আমার মনের মুক্তো তুই...।।