নদীর স্রোতের  জল  অনুকূলে  ধাঁয়,
ধুলোবালি স্রোত সাথে টেনে নিয়ে যায়;
মাঝির তরীর  গতি অনুকূলে বাড়ে-
সুদূর ভ্রমণ সেথা হেসে  খেলে করে ।


প্রতিকূল স্রোত-পরে  শক্তিশালী যান-
গতির হ্রাসের ফলে হয়ে যায় ম্লান;
যদিও প্রয়াস চলে বহুদূর পানে,
প্রচুর শক্তির সেথা প্রয়োজন যানে ।


মানুষের জীবনেও আসে সেই ক্ষণ,
শত পরিশ্রম তবু কষ্ট সহে মন;
জীবনের এই ক্ষণে তট খোঁজা ভার,
মাঝ দরিয়ায় তরী কূল নেই তাঁর ।


তবু ও শ্রমের জোড়ে বলীয়ান হয়ে,
নিজের অভীষ্ট লক্ষ্যে যেতে হবে ধেয়ে;
জীবনের প্রতিপদে প্রতিকূল ধরা,
দুর্গম দুর্জয় তবু করো লক্ষ্য তাড়া ।


জীবনের প্রতিকুলে ধীর স্থির চিত্তে,
ধৈর্য রেখে না এগোলে জীবনটা মিথ্যে;
সফলতা সেই পায় ধৈর্য অতি যার-
হাল ছেড়ে দিলে হেথা প্রাণ হাহাকার ।


রুক্ষ-মরু  উস্ন-তাপ সুশীতল করে,
আরোহণ করো উঁচু পর্বতের শিরে;
অস্থির হিয়ার মাঝে হয়ে সদা স্থির,-
জীবন উজান তরী দাও তাঁকে তীর ।।