মানলাম দেহের খোরাকে মনতৃপ্তির পূর্ণতা পায় না
তবু বিভীষিকাময় দুঃস্বপ্ন মাখা
আঁধার কালো জীবনে যদি তোমার
উষ্ণ ওষ্ঠ স্পর্শ
আমার পৌষের মধ্য রাত্রির শীতলতাকে
একটুখানিও হ্রাস করতে পারে তবে
তোমার বাহুবন্ধনে নেবে না আমায় প্রিয়া ...???
নাকি আমায় লম্পট বলে
দূর দূর করে তাড়িয়ে দেবে
তোমার সীমানার বাইরে...


যদি তোমার নরম কমল ওই দেহপৃষ্ঠ
আমার কাঠিন্য ভরা জীবনে একটু
সোফার আরাম দিতে হয় সামর্থ্য ,
তবে কি তুমি আমায়   চরিত্রহীন বলে
বেড়াজাল এনে সরিয়ে নেবে নরম গদিটা
যেখানে পরে থাকবে আরও অনেক কাঠিন্যতায় ভরা
কাঠ এমনকি লৌহ ব্যঞ্জনা ???


দেহের  ক্ষুধা ছাড়াও যে দেহ পুষ্টির ক্ষুধা থাকে তার
বিনা নিবৃত্তি কি যৌনতাকে তরান্বিত করে না...???  


তোমার সারা দেহে ফুল-ফসলের সম্ভার
আর আমি অনাহারে নিত্যকার দিন গুনি
তুমি ধর্মপরায়ণ- ন্যায়নিষ্ঠ,
আমার অযাচক বৃত্তি-
আমায় যদি অন্ন দান কর  তবে তুমি চরিত্রহীনা,
আর যদি না কর তবে তুমি পাপিষ্ঠ ,
কি করবে তুমি ...???