তোমার লুকনো যত হলুদ রঙের অনুভূতির ছাপে নিভে আছি


তত হরেক বাহার রূপে হারাই বেশ, ধীরে অধীর ধীরে


কিছু গোলাপ ছিলো মনে, বিষাক্ত হওয়ার আগেই শুকিয়ে গিয়েছে।
দুটো বিনীত মরা পাপড়ি রাখা ছিলো তবু, আমার ঘরে।
আবার সময়ে কভু লুকোনো প্রেমগুচ্ছ হারিয়ে,
বহু ভিড়ের মাঝেও ছিলে আমার হয়ে।
বিরক্ত নগরীতে বসবাস ভুলে থাকি শুকনো হৃদয়ের প্রেমে