একুশের তরুণ সে পদে পদে আকাশ ছুতে চায়,
গগনচুম্বী ইচ্ছে গুলি তার অজান্তে সমাধি পায়।
বিশবিদ্যালয়ের গণ্ডি পার হতেই
অদৃশ্য বোঝাগুলি কাধে নেমে আসে,
আর রাজ্যের যত অভাব
তার কল্পনার সাথে বিবাদ বাধিয়ে বসে ।
মনটা তার কবেই পাথর হয়েছে
আবেগ তারে আর বাঁধে না ,
আধপেটা খেয়েও গর্জে ওঠে
লোক দেখিয়ে কাদে না।
হারাতে হবে অনেক কিছুই
পাবেও কিছু নিত্য,
লড়তে তো হবেই তাকে_একুশের তরুণ সে
তায় মধ্যবিত্ত।