সুযোগ বুঝে সভ্যতাও পথ বদলাইয়াছে ,
সে ভয় পায় সমাজ তারে কলুষিত করে পাছে।
ঝড় উঠেছে অরাজকতার , উন্নয়ন গিয়েছে থেমে,
নগ্ন হয়েছে সভ্যতা রাজনীতির গেমে।
নগরে নগরে ছড়িয়েছ তুমি সভ্যতার মহামারী ,
আমি ছন্দে ছন্দে রটিয়ে দেবো তুমি সভ্যতার হত্যাকারী।