যে দিন শুনবে তারা তুমি নেই
কেউ কাঁদবে কিনা জানা নেই,
জীবদ্দশায় অবহেলা অনাদর
মরণের পর কি থাকবে কদর?


করেছো সাধ আহ্লাদ বিসর্জন
ভালো থাকে যেন অসহায়জন,
রাখেনি মনে তারা বিগত দুঃখ
সময়ে বদলে গেছে পেয়ে সুখ।


বিনিময়ে চেয়ে শুধুই ভালোবাসা
হও অপমান অপদস্থ কোণঠাসা,
বেঁচে থেকে তুমি যে জিন্দা লাশ
জুটবে কি দোয়া নিলে মরণশ্বাস?


চেয়েছিলে হতে সবার প্রিয়জন
অসময়ে হয়েছো শুধু প্রয়োজন,
মানিয়ে চলতে গিয়ে বেলা শেষ
চাটায়ে রাখা নিথর দেহাবশেষ।