আঁধার রাতে আকাশের হাতছানি  
চেয়ে দেখি অগণন তারা আলাদা,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্যে পৃথক।
দূরে ঘন জঙ্গল মিলেমিশে একাকার
কাছে গেলেই বৃক্ষ তরুলতা একাকী!
সমুদ্রে দলবদ্ধ অসংখ্য জলজ প্রাণী
বনের পশুকুল শিকারীর চোখে ভিন্ন।
জীবনের মানে খুঁজতে মন দিশেহারা
যেথায় যাই গিজগিজে মানুষের ভিড়,
সম্পর্কের ছাড়াছাড়ি বন্ধন কই রক্তের
স্বার্থপর একাকী আলাদা ভিন্ন পৃথক।
বিশাল ধুলির ধরা সমাহার ধূলিকণার  
বিন্দু বিন্দু জলকণায় অতুল জলরাশি,  
আকাশের নীলে দেখি না কোন ফাটল  
যে সত্য চোখে দেখেনা কানে শোনেনা
সত্য বিধান ভুলে অবিশ্বাসে বিশ্ব নরক।