ফোনের মেমোরী তন্নতন্ন করে খুঁজেছি নামের তালিকা
কেউ বাদ গেলো নাতো, সব্বাইকে ফোন করেছি -
খোঁজ নিয়েছি কেমন আছে ওরা, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে?
সাহস দিয়েছি ভেঙে না পড়ার, তবুও মরণের ভয় যত্রতত্র
আতংকিত চোখে মুখে অসহায় স্থবির তুচ্ছ মানব চাহনি।
তৃতীয় বিশ্ব যুদ্ধে বোমার গর্জন নয়, অদৃশ্য এক অণুজীব
নীরবে নিভৃতে গোটা দুনিয়ার মানুষকে করেছে গৃহবন্দী।
বিশ্বের রাজধানী নিউইয়র্ক দুশত বছর পর ঘুমিয়ে পড়েছে
প্রতি মুহূর্তে লাশের মিছিলে যোগ দেয় কারো আপনজন।  
মৃত্যুর পরোয়ানা নিয়ে নাকের ডগায় ঝুলছে করোনা!
কার যে কখন ডাক আসে, প্রভু ছাড়া কেউ জানেনা...
নেই যুদ্ধের দামামা , উন্মোচিত গণকবরে নির্দয় প্রোথিত
অসমাপ্ত উপন্যাসের ব্যথিত আত্মার অতৃপ্ত শৃঙ্খল।
জানালা খুলে বুক ভরে নির্মল বায়ুর শ্বাস নিতেও শঙ্কা
কুঁকড়ে দেয় মন ভয়াল ভাইরাস, নিঃসঙ্গ শেষযাত্রা।
ফ্লাইট বাতিলে দেশে যাওয়া হলোনা কত বাবা মায়ের,
সে কি ছটফটানি, কান্নায় ভেঙে পড়া বুকের আর্তনাদ।
সবাইকে সামাল দিতে নিজের অজান্তে মুষড়ে পড়েছে  
হারতে না চাওয়া, নতুন ভোরের স্বপ্নে বিভোর সেনানী।
চাইলে আল্লাহ নিশ্চয় আবার সভ্যতার চাকা হবে সচল
হটাৎ ছিটকে পড়া তারার ভিড়ে হয়তো খুঁজবে মোরে,  
আর কি কভু ছুঁয়ে দেখা হবে দেশের মাটি ও মানুষ?