স্বার্থপর ভুলে গেছে প্রাপ্তি ও উদারতা  
সহজ সরল মন গুলো হয়েছে পাথর,    
মেনে নেয়া যায়না সব দুঃখ কষ্ট গ্লানি  
মনের সবুজ চত্বরে বিষাক্ত লাল আঁচড়!
হিজিবিজি অস্থির চিন্তায় গুমোট মগজ।  
ছায়াবিহীন আঁধারে খুঁজি সুখময় স্মৃতি -
চাপ নিতে অপারগ নিথর এ বিদীর্ণ হৃদয়,  
আয়নায় ভেসে ওঠে বিমর্ষ বয়সের ছাপ।
নিকষ কালো আঁধারে হারাবার নেই শঙ্কা  
নির্মম জীবন থেকে লুকোবার নেই স্থান!  
মৃত্যুও অনন্ত শান্তি বা শাস্তির অনিশ্চয়তা।