এলোমেলো চিন্তা এসে হাসায় নয় কাঁদায়
দুশ্চিন্তার ধকল সইতে দিবস রাতি ভাবায়।
  
পাগল ছাড়া কম বেশি আছে চিন্তা সবার
চিন্তা নিয়ে চিন্তা করেই হয় চিন্তা হাজার।


কেন এমন নয় তেমন ভাবে মগজ বেচারা
সরল অংক কঠিন নিয়ম চিন্তাগ্রস্ত চেহারা।


অল্প বেতন খরচ বেশি চিন্তা মাথায় যাহার  
বৌয়ের চাপে ঘুষ খেয়ে চিন্তা ধরা পড়ার।


ভাবনা মায়ের প্রতি পদে সামলানো সংসার
বৃথাই ভাবে বৌমা এলে সুখ আসবে আবার।


বিয়ে বাড়ি সানাই বাজে চলে আনন্দের ধুম  
মেয়ের চিন্তায় মা কাঁদে নেইরে চোখে ঘুম।
  
ঋণ গ্রস্ত বাবার চিন্তা শোধের নাই উপায়  
টাকার অভাব জটিল রুগী কাঁদে অসহায়।


কৃষকের মাথায় হাত খরা বালাই বা বন্যায়  
মুনাফাখোর দাম হাঁকে রুখবে কে অন্যায়।


গরীব চায় দুবেলা ভাত মাথা গোঁজার ঠাঁই
অতি ভোজে ধনীর হয় সুগার প্রেসার হাই।


উকিল চায় খুন খারাবি আনুক টেনে মক্কেল  
ডাক্তার চায় রুগী বাড়লে হবে টাকা অঢেল।

ক্লাসে না পড়ায়ে দেন স্যার কোচিং সেন্টার
প্রশ্ন ফাঁসের আশা ছাত্রের না-পড়ুয়া মনটার।  


বিভ্রান্ত আলেম বেচে দ্বীন ইসলাম ঈমানটা
ঘুষ ছাড়া হয় না সচল ধূলি মাখা ফাইলটা।


জনগণের বন্ধু পুলিশ হারিয়েছে সে বিশ্বাস
ভোট এলে বেড়ে যায় নেতার বুলি আশ্বাস।


আইনের চোখে সম সবে ছিল কোন কালে  
দোষীর বিচার হলেও দেয় স্লোগান মিছিলে।


সবাই বলে তারাই সঠিক হায়রে অমানিশা
মৃত্যুভয় সরল পথের দেয়না আজও দিশা!