ঈদ মানে বারবার ফিরে আসা খুশি আনন্দ
কেন তবে ধনী গরিবের এত ভেদাভেদ দ্বন্দ্ব?
না খেয়ে গোটা বছর ধরে রাখে যারা রোজা
বুঝে না দুঃখ তাদের, খায় যে ডুবিয়ে কব্জা।
আছে যার অঢেল, করে কেনাকাটা অপচয়
নিঃস্ব বাবা-স্বামীর না দিতে পারার কষ্ট হয়!
স্ট্যাটাস পিক তুলে দেয় যে যাকাত ফেতরা
পদদলিত দরিদ্র হারায় প্রাণ দায় নেয় কারা?
জ্বলেনি চুলা ঈদের ভোরে জুটবে কি দুপুরে
জান দিতে কলসি গলায় ঝাঁপ দেয় পুকুরে।
এতিমের নাই ঈদ জমাট বাঁধা কষ্টের পাহাড়
মধ্যবিত্ত লাজ শরমে লুকিয়েছে মুখ তাহার।
কত বড় লোকের ছেলে মেয়ে বউ বেপরোয়া
চিন্তায় যায় দিন আসে রাত হয়নাকো শোয়া।
হাজারো সংসার ভাঙ্গে লোভ লালসার জেরে
হিংসা বিদ্বেষ খুন মামলায় জেল খেটে ফেরে।
অভাগা যে বুক ভরা ব্যথা নিয়ে ঈদগাহে যায়
কেউ কারো রাখে না খোঁজ স্বার্থপর দুনিয়ায়!
যায়না ভোলা দুঃখ কষ্ট অভাব স্বভাবের ধরন  
সবার জীবনে ঈদ আসেনা অজানা সে কারণ।