খাঁচার পাখির গান শুনে মিটাও মনের সুখ,
ত্রস্ত স্বরের কম্পনে তার বন্দি বিরহ দুঃখ।


চলে কত আয়োজন খাঁচায় মানাতে পোষ
মুক্ত বিহঙ্গ শেকল পায়ে কণ্ঠে অসন্তোষ।  


খুলে দাও খাঁচার দুয়ার মেলি ডানা গগনে
অবাধ উড়বো দিগন্ত ছোয়া নীরদ পবনে।

কিচির মিচির গুঞ্জরনে পুস্প তরু বনানী
পরাধীনতার জিঞ্জীর ভেঙে মুক্ত  অবনী।