ক্ষুধার্ত মানুষের মুখের আওয়াজ  
পেট থেকে নির্গত কষ্টের হাহাকার।    
সাহায্যের হাত গুটিয়ে, অপমান করে    
ওদের অন্তরকে ঘায়েল করো না।
জীবন যুদ্ধে ক্ষুধাই সবচেয়ে বড় কষ্ট,
সব দুঃখ সময়ের সাথে কমে গেলেও
ক্ষুধার কষ্ট দমে দমে বেড়েই চলে।
জীবন সংগ্রামে হেরে যেতে চায় না
তাইতো লাজ ভুলে অপারগ হাত পাতা,  
হাত পাতা যে কত কষ্ট ও অপমানের
ধনীর দুলাল তা কি করে বুঝবে?  
এক মুঠো পঁচা ভাত পেলে -
জীর্ণশীর্ণ অসহায় মুখে ফোটে
এক ঝলক নির্মল হাসির ফোয়ারা,  
বেঁচে থাকার ফের অদম্য আশা!
অতি ভোজনে কেউ রোগে ভোগে  
ক্ষুধার জ্বালায় গরীব ধুঁকে ধুঁকে মরে।  
হায়রে মানুষের চিন্তা চেতনার বিকাশ!