ঈদের খুশি মাটি হবে যদি মহাসড়ক হয় বন্ধ  
খানাখন্দে ঝাঁকুনি যানজট কালো ধোঁয়ার গন্ধ।


গরুর হাটে হুড়োহুড়ি হৈচৈ আর শুনি হাম্বা  
ছাগল ভেড়া মহিষ আছে মরুর উট ও দুম্বা।


লেজ উঁচিয়ে লাফায় ষাঁড় লম্বা দু শিং খাড়া  
রেগে মেগে দড়ি ছিড়ে করছে মানুষ তাড়া।

কাছে পেলে সামনে পিছে মারছে লাথি গুতা
প্রাণ বাঁচাতে জুয়ান বুড়া পালায় ফেলে জুতা।


কোরবানি দিতে সামর্থবান হবে দৃঢ় সংকল্প
ত্রাণ বা দান করা নয় এ ওয়াজিবের বিকল্প।


পালন করা বনের পশু করে যারা কোরবানি  
করতে কাবু মনের পশু নাই যে পেরেশানি।


সারা বছর জোটেনি যাদের এক টুকরো গোস্ত
তাদের প্রতি হয়োনা কৃপণ বিলাও হয়ে দোস্ত।


লোক দেখানো কোরবানিতে নাই কোনো সওয়াব
হালাল টাকা সহীহ নিয়তেই খোদা ভীরু কামিয়াব।