মনোব্যাথায় নয়ন যুগল কেঁদেছে অশ্রান্ত,  
লাবণিক স্রোতে অকেজো অশ্রু গ্রন্থি।  
খরখরে শুকনো চোখে প্রচণ্ড খরা,  
জ্বালা ধরা লালোক্ষিতে খচ্ খচে বালু চর,    
সাহারা  মনের মরুপ্রান্তর ভিজতে চায়...
ক্ষীণ দৃষ্টি ছুঁতে চায় দূরে কাঁপা মরীচিকা!    
কেনা এক ফোঁটা কৃত্রিম অশ্রুতে-
জোটে শুধু ক্ষনিকের দৃষ্টি সতেজতা।  
পলকেই ঝাপসা চৈত্রালীর নির্মম দাবদাহে,
গভীর পিপাসায় প্রকট চৌচির অন্তর।  
অযত্নে শুকিয়ে পতন যত্রতত্র
অনন্বিত হৃদয়ের পুষ্পদল...!  
প্রত্যাশায় মমতা বৃষ্টির ফোঁটা...