মা দিবসে গোলাপ হাতে আইলিরে বাজান,
সারা বছর নিস্ না খোঁজ হইলি কেন্ পাষাণ!  


তুইতো ছিলি সোনা ছেলে আমার বুকের ধন,  
বিয়ার পর বৌয়ের কথা বদলাইলো তোর মন।


তোর পড়াশুনা বিয়ার খরচ চাকরী পাইতে ঘুষ,  
রাখছি জমি-গয়না সুদে বন্দক চিন্তায় ঘুম ফুস।  


ঋণের বোঝা বাইড়া অহন হারামু বসত বাড়ী,
অনাহারে রোগেশোকে জুটছে বিধবার শাড়ি।


গর্ভধারণ প্রসব ব্যথা দুধের ঋণ মমতার পরশ,
শোধ দিতে বছরে একদিন, হায়রে মা দিবস!