অজান্তে নাক ডাকে বোঝেনা কভু  
অনিচ্ছাকৃত দোষে হয় বিব্রত তবু।  


নীরবতা ভেঙে চলে রাতে একটানা  
নানা সুর লয়ে যেনো থামতে মানা।


চিত হয়ে শোয়া ভুঁড়ি করে ওঠা নামা
কাঁপে ঠোঁট মুখে ফুঁস শব্দ বাড়াকমা।


পাশে যে থাকে তার দফারফা ঘুম  
খোঁচা দিয়ে নেই মুক্তি রাত নির্ঘুম।


যদিও রোগের লক্ষণ নাসিকা গর্জন  
প্রিয়জন কখনো করে তারে বর্জন।  

ঘুমে দম হলে বন্ধ বলে বোবায় ধরা  
মরে স্লিপ অ্যাপনিয়ায় ব্যবস্থা ছাড়া।


এ নিদ্রা গভীর নয় ঘটে যে ব্যাঘাত
অবসন্ন দেহ মন পেয়োনা আঘাত।


করে কেউ কানাঘুষা ব্যঙ্গ অবহেলা  
বাড়ে বিষন্নতা জীবনের ঝুঁকি মেলা।