আযান শুনে মনের সুখে বুকে ওঠে ঢেউ,
সুরের পাখি কাঁপায় মিনার রোস্ নে ঘরে কেউ।


তাওহীদ ও রেসালতের এই আহ্বান জেনো,
সালাত কায়েম, সফলতায় নিত্য আযান মেনো।


মন মাতানো জাদুমাখা আযানের সুর শোনো,
নিমিশেই শান্তি মেলে বুক ভরপুর যেনো।


আল্লার কাছে নত হতে মুয়াজ্জিনের ধ্বনি,
বোঝোনা কেন্ এ আযানের আবেগ মাখা বাণী।


আযান শুনে ফোটে তাই, নাম আযান ফুল,
ভাঙ্গেনারে অকৃতজ্ঞ বেনামাজির ভুল!


ঘুম হোতে নামাজ উত্তম শুনি ভোরের আযানে,
ক’জন ছোটে খোদা প্রেমে মসজিদের ঐ পানে।  


আযানের মোহনীয় সুরে জাগে শিহরণ,
এ এক শান্তির আবেশ মাখা মোমিন হৃদের জাগরণ।


দিসরে কবর আমায় তোরা আযান পৌঁছে যেথায়,
হেফজোখানার কোরানের সুর আসবে কানে সেথায়!  


বিচার দিনে মুয়াজ্জিনের উঁচু হবে গর্দান,
জবাব দিলে ও প্রার্থনায় তুমি পাবে সম্মান।


খোদা বলেন, আযান শুনে কৌতুক করে মুশরিক,
তারা এমন সম্প্রদায় যার্ অনুভূতি বেঠিক।