(সূরা আত তাকাছুর অবলম্বনে)


প্রাচুর্যের লালসায় মোহাচ্ছন্ন হয়ে,
প্রতিযোগিতায় মেতেছো তোমরা।    
মৃত্যুতে থামে টেক্কা দেয়ার পাল্লা,
ঘুটঘুটে কবরটা আলো বায়ু ছাড়া।    


সঙ্গত নয়, ঐ কেয়ামত সমাসন্ন!      
এটা সঙ্গত নয়, সত্ত্বর যাবে জানা।    
সাবধান! পরকালে হলে গাফেল;      
দেখবে জাহান্নাম, পাবে না পানা।    


স্বচক্ষে নিশ্চিত দর্শন হবে কেয়ামত।  
জিজ্ঞাসিত হবে, ভোগ করা নেয়ামত।