(প্রবাসী শ্রমিকের কষ্ট দেখে লেখা)

ভিসা পেয়ে বেজায় খুশি
আবেগ যায়না রোখা,
মা কাঁন্দে কেমনে রবো  
তোরে ছাড়া খোকা!


বিদায় ক্ষণে মিলে সবে
করছে যে আহাজারী,
বুক ফেটে যায় ক্রন্দনে
অজানায় দেই পাড়ি।


হার ভাঙ্গা খাটুনি খাটি
যায় না ঘামের গন্ধ,
তবু চাই প্রিয়জন যেন
থাকেনা দেশে মন্দ।


চাইনা কাঁদুক বাবা-মা
লুকাই বুকের কষ্ট,
মিছে বলি আছি ভাল
রাখতে তাদের তুষ্ট।


কাজের ব্রেকে একটু ঘুম
অবশ দেহ রাস্তায়,
প্রিয় দেশ ও স্বজন হারা
সুখ বেচি সস্তায়।


মেসে ফিরে রাঁন্ধি আমি
কাঁন্দি আর খাই,
মা’র হাতে রান্না খেতে
ইচ্ছে জাগে তাই।


রেমিটেন্সে দেশ আগায়
ভাবতেই লাগে বেশ,
এয়ারপোর্টে হয়রানিতে
কষ্টের নাই যে শেষ।


প্রবাসীরা ঝাঁপিয়ে পড়ে  
স্বজনের দুঃখে,
তাদের দেয়া কষ্টে ফের
মরে ধুঁকে ধুঁকে!