বাংলা আমার মায়ের ভাষা
ভাষার নামে দেশ,
বীর শহীদের গৌরব গাঁথায়  
প্রাণের বাংলাদেশ।

শহীদ জননী আজো কাঁদেন
ছেলেহারা যন্ত্রনায়,
প্রাণ কেড়েছে সম্ভ্রম লুটেছে  
বর্বর পাক হায়নায়।  


হৃদয় ফালিতে রক্তের পরশ  
এঁকেছিল মানচিত্র,
ভাষা ও দেশের জন্য ত্যাগ  
সারা বিশ্বে বিচিত্র।


পতাকা মোর সবুজ হৃদয়ে
ভাইয়ের রক্ত মাখা,
রবি উঠে আজো রক্ত লাল
চিরে পাতা বৃক্ষশাখা।