যাকাত আল্লাহর বিধান করবেনা হেলা
কমে না সম্পদ দানে হয় বরকত মেলা।


গরীবের প্রতি যাকাত অনুকম্পা খোদার
শতকরা আড়াই ভাগ নিঃশর্ত অধিকার।


দানশীল খেতাব পেতে করবে যেজন দান
আখেরাতে পাবেনা প্রভুর অনন্তঃ কল্যাণ।


যাকাত প্রদান ফরজ হুকুম করলে অমান্য
সইতে হবে আখিরাতে ভয়াল শাস্তি জঘন্য।  


খোদার সন্তোষ অর্জনে কর যাকাত আদায়
দোজখ থেকে পরিত্রানের অন্যতম উপায়।  


যাকাত দিলে তাকওয়ার গুণ হবে অর্জন
অর্থনৈতিক মুক্তির দলিল করো না বর্জন।


ধন সম্পদ আল্লাহর দেয়া বড় নেয়ামত
দরিদ্রের হক আদায়ে করোনা খেয়ানত।


ত্যাগের মহিমায় জেগে ওঠো হে মুসলমান
পবিত্র করো মাল দোজাহানে পাবে কল্যাণ!