এখন দিন বদ্‌লেছে,
তাই চোখের দিকে তাকিয়ে যে ভালবাসি বলতে পারতো না!
সেও চোখে চোখ রেখে নির্দ্বিধায় বলে যায়
"আমি মুক্তি চাই তোমার থেকে,মুক্তি দাও আমাকে!"


এখন দিন বদ্‌লেছে,
তাই কাকে কতটা দিলাম শুধু তা মনে পড়ে!
কতটা পেয়েছি ভুলে গিয়ে,
নতুন স্বাদে নতুন কিছু পেতে চাই অবুঝের আরশি!


এখন দিন বদ্‌লেছে,
তাই, থেকে থেকে ভুলে যায়
কে কবে? কখন? কিভাবে? কাছে এসেছি!
কে চেয়েছি কতটা কাকে!


এখন দিন বদ্‌লেছে,
তাই ভাল থাকা আর ভাল লাগা সব হারিয়ে যায় অচেনা ভিড়ে!
আমি টা ভাল ছিলো ব্যস্ত শহরে।


এখন দিন বদ্‌লেছে,
তাই লোকালয় ভাল লাগে না!
ইচ্ছে ডানা উড়িয়ে দিয়ে আকাশ ছুঁয়ে দেবো আপন মনে।


এখন দিন বদলে গেছে সত্যি!
ওরা নেই আগের মত,
তুমি বদলেছো,
আমিও বদলে যাবো তোমার মত!


রাত, ১২ঃ৪৫ মিঃ
২৫/১১/১৮
শালবাগান, রাজশাহী