আমার ভালো লাগে তাই ,
অতি ভুল গুলো ক্রমশঃ করি!
ভালো লাগার চেনা পথে তোমার,
অবহেলার বীজগুলো সযত্নে লালন করি।


আমার ভালো লাগে তাই,
স্বপ্নে হারায় স্বপ্ন বুনি!
ভালো লাগার স্মৃতিগুলো
অনুভবে ধরে রাখি!


আমার ভালো লাগে তাই তো আমি,
এক বিন্দু শিশির ভালোবাসি!
ভালো লাগার প্রতিটি প্রহর বাক্সবন্দি রাখি!


আমার ভালো লাগে তাই তো,
ভালোলাগা গুলো কেই বাঁচিয়ে তুলি।
যদি কখনো ক্রমশঃ ভুল গুলি,
অতি সুখ দেয়!
স্বপ্নগুলো পূর্ণতা পায়!


২৮ শে নভেম্বর, ২০১৭
কাদিরগঞ্জ,রাজশাহী
রাত, ১২ঃ৫৩ মিঃ