আকাশ কেমন তোমার মতো
থাকতে জানে চুপ করে,    
ঋতুর মাঝে শরৎ এলে
খিলখিলিয়ে হাসতে পারে।
আমি কেন মেঘের মতো
বাঁধন ছিড়ে ঘুরেফিরি?
বেহিসেবি, ছন্নছাড়া      
যখন তখন কেঁদে ফেলি!
তুমি কেমন সাগরসম,
পাগলবেগে ছুটতে পারো।
আমি কেন নদীর মতো
হোঁচট খেয়ে বেঁকে পড়ি?
তুমি কেমন বাস্তবমুখী,
সবের মাঝে বাঁচতে পারো।  
আমি কেন হতভম্ব বোকার মতো
স্বপ্নটাকেই খুঁজে মরি?
তুমি কেমন যন্ত্রসম,
কঠিনটাকে সহজ কর।
আমি যেন আবল তাবল
নানান রকম প্রশ্ন ধরি!    
তুমি কেমন শান্তশিষ্ট,
হালকা হেসেই মুখ ফের।
আমি কেন পাগলপারা কেবল
তোমার মাঝে আমায় খোঁজার চেষ্টা করি!