ওরে মেঘ,
আমায় নিয়ে চল তোর সাথে।
ওই রঙিন আকাশে আমিও যদি ভাসি তোর সাথে,  
তোর কি কোনো আপত্তি আছে?
গভীর অরণ্যে, নদীর বাঁকে পাহাড় যেথায়
আকাশ ছুঁয়ে গেছে,
চল না মেঘ আমায় নিয়ে।
রাত ফুরিয়ে সকাল হবে,
নতুন সাজে তোরই সাথে
পাখির মতো উড়ে,                    
সারাটাদিন কাটিয়ে দেব নানান দেশ ঘুরে।
আবার যখন দিনের শেষে
গোধূলির রঙে থাকবো মিশে,
তুই আমি দু'জনেতে,
রঙ ছড়াবো সবুজ পাহাড় ঘেঁষে।
ওরে মেঘ, বারন করিস্ নে।
চল না মেঘ আমায় নিয়ে,
তোর দেশেতে তোরই মতো
থাকতে চাই যে বাঁধন ছাড়া হয়ে।
এখানে যে ভাল্লাগে না, কেবল
শিকল বাঁধা পায়ে।
হাত বাড়িয়ে দে না মেঘ
দ্যাখ না আমায় চেয়ে,
বাঁধন ছিড়ে শিকল ভেঙে যাবো আমি ধেয়ে।
সেখানেতেই শান্তি পাবো
হাঁপ ছাড়িয়ে বাঁচতে পাবো,  
তোর সাথে ওই আকাশ পারে
জীবন খুঁজে নেবো।