জীবন গানের সুর গুলো গিয়েছি ভুলে,
বিনা যেন আর বাজতে চায় না।
মনের একতারায় জমেছে ধূলো,
পাগলামি করে না বাউল।
লুকিয়ে থাকা বিস্ময়গুলো
হঠাৎ দাড়ায় মুখোমুখি।
যুদ্ধের অস্ত্র থাকে না হাতে
নিরস্ত্র মনে লাগে আঘাত,
তবু লড়াই চলে অবিরাম।
সান্তনা যেন সোনার পাথর বাটি।
নিমেষে রাত্রি নামে চোখের পাতায়,
চেনা মানুষের মুখগুলো মুহূর্তে হয়ে পড়ে অচেনা,
ঠিক যেন খাতা কলমে জটিল অংক কষা।
হৃদয় পথিক হঠাৎ থমকে দাড়ায়,
ক্লান্ত নয়ন খুঁজে নেয় স্তব্ধতা।


আবার কখন স্তব্ধতা ভেঙে কানে আসে কিছু কথা-
ভয় নেই লড়াই থেমেছে,
হৃদয় পথিক শুরু করেছে পথ চলা।
নিরবে চক্ষু মেলে দেখি
মাথায় রয়েছে ভগবানের হাত।
অন্ধকারের অন্তরালে জীবনের আলো
এসে পড়ে আমার চোখে
এ যেন রাতের শেষে রঙিন প্রভাত।  


            


আমি জানিনা ভগবান তুমি মন্দিরের মূর্তিতে থাকো কিনা তবে তুমি যে মানুষের মধ্যে বিরাজমান সেটা ঠিক বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছি বলেই মানুষরুপি ভগবানদের আলাদা করে চিনতে শিখেছি।